চিলাউড়া হলদিপুর ইউনিয়নের বাউধরণ গ্রামের ওয়াহিদ নগর গ্রামের মৃত তুয়াহিদ উল্লাহর ছেলে আজাদ মিয়া (৫৯) হাওরে ধান কাটতে গিয়ে বিষাক্ত সাপের ছোবলে মৃত্যু হয়েছে। ২৪ এপ্রিল বিকাল সাড়ে ৫ ঘটিকার সময় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার সকালে আজাদ মিয়া নিজ গ্রামের হাওরে ধান কাটার জন্য বাড়ি থেকে বের হয়ে যান। সারাদিনেও তিনি আর বাড়ি ফিরে না আসায় সন্ধ্যায় তাঁর স্ত্রী রুবিনা বেগম তাঁকে খুঁজতে বের হন। খোঁজাখুঁজির এক পর্যায়ে হাওরের ধান খেতে ওই কৃষকের মরদেহ দেখতে পান তাঁর স্ত্রী। খবর পেয়ে রাতে পুলিশ মরদেহ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, কৃষক আজাদ মিয়ার ডান পায়ের হাঁটুর নিচে সাপের কামড়ের চিহ্ন রয়েছে। স্থানীয়দের ধারণা বিষধর সাপের কামড়ে ওই কৃষককের মৃত্যু হয়েছে।
পরে গতকাল বৃহস্পতিবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।