সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বহুল আলোচিত রাজনৈতিক দল গণঅধিকার পরিষদের (জিওপি) নতুন কমিটি গঠন করা হয়েছে।
আজ মঙ্গলবার সুনামগঞ্জ গণঅধিকার পরিষদের সভাপতি মাওলানা আলী আসগর ও সাধারণ সম্পাদক মোঃ আবদুস সামাদ স্বাক্ষরিত এক বছর মেয়াদি নতুন কমিটি অনুমোদন করা হয়। কমিটিতে রোমন মিয়া কে সভাপতি, সানজিদ আহমেদ জিলু কে সাধারণ সম্পাদক ও শেখ জুবেল মিয়াকে সাংগঠনিক সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। রাজনৈতিক দল গণঅধিকার পরিষদের (জিওপি)
তাদের নেতৃত্বে জগন্নাথপুর উপজেলার রাজনীতির নতুন ধারা চালু হবে। নতুন কমিটি নিয়ে সাধারণ মানুষদেরকে জিজ্ঞাসা করলে তারা বলেন তারা গন অধিকার পরিষদের নতুন নেতৃত্বে কাছে এই প্রত্যাশা করছেন জগনাথপুর উপজেলা কে রাজনীতির উর্বর ভূমি করার প্রত্যাশা করেন।
বিস্তারিত কমিটি দেখুন-
চিলাউড়া নিউজ এর পক্ষ থেকে তাদের জন্য রইল শুভকামনা।