1. hossainahmednumanbd@gmail.com : admin : হোসাইন আহমদ
  2. Chilauranews@gmail.com : হোসাইন আহমদ : হোসাইন আহমদ
জগন্নাথপুর উপ-নির্বাচনে হারুন রশিদ হারুন ভাই আনারসে চারদিকে জয়জয়কার
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৪:৩৯ অপরাহ্ন

জগন্নাথপুর উপ-নির্বাচনে হারুন রশিদ হারুন ভাই আনারসে চারদিকে জয়জয়কার

  • প্রকাশের সময় : সোমবার, ১৫ মে, ২০২৩
Picsart 23 05 15 00 47 13 482

প্রিয় জগন্নাথপুর উপজেলাবাসী আপনারা জানেন আগামী 25 শে মে জগন্নাথপুর উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
উপ- নির্বাচনে আপনার পছন্দের প্রার্থী হারুনুর রশিদ ভাই কে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।

 

উপনির্বাচনে এই মুহূর্তে জনমত জরিপে সবার চেয়ে এগিয়ে জনাব হারুন রশীদ হারুন:

আপনারা জানেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় একটি ভাটি অঞ্চল এই  উপজেলার চতুর্দিকে হাওর দিয়ে বেষ্টিত এবং এই হাওরে প্রচুর পরিমাণে দান উৎপাদন হয়ে থাকে । হাওর অঞ্চল থাকার কারণে প্রতিবছর পানির জন্য উপজেলা বাসীর অনেক সমস্যায় পড়তে হয় সময়ের আগে যখন অধিক পরিমাণে পানি হাওড়ে চলে আসে যার পরে হাওর পানিতে তলিয়ে যায়।

যেহেতু হারুন রশিদ একজন বাটি বাংলার মানুষ তাই উনি কৃষকদের মন প্রাণ দিয়ে ভালোবাসেন কৃষকদের কথা সবসময় উনার মাথায় থাকে ।

গত বৎসর যখন হাওরে পানি চলে আসছিল তিনি তিনদিন হাওরে অবস্থান করেন এবং নিজে ও সাধারণ কৃষকদের কে সাতে নিয়ে হাওরে বাদ রক্ষণাবেক্ষণ করেন যার ফলে নলওয়ার হাওরে পানি প্রবেশ করতে পারেনি উপর দিকে প্রত্যেক হাওরে পানির নিচে তলিয়ে গিয়েছিল রক্ষণশীলতার অভাবে।

 

উনার মধ্যে কি উন্নয়নের চিন্তাধারা আছে:

আপনারা সবাই অবগত আছেন যে উনি সাবেক দুই দুই বারের ৫নং চিলাউড়া হলদিপুর ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান ।

উনি চেয়ারম্যান হওয়ার আগে চিলাউড়া গ্রামের প্রত্যেকে রাস্তা দিয়ে নৌকা দিয়ে যাতায়াত করতে হতো উনি যখন প্রথমবারের মতন চেয়ারম্যান নির্বাচিত হন উনি সবার প্রথমে ইউনিয়নের প্রত্যেকটি রাস্তার উপর নজর দেন এবং প্রত্যেকটি রাস্তা মাটি দিয়ে বরাঠ করেন ।

উনি রাস্তার ওপর শুধু মাটি বরাট করেন নি সাথে সাথে ডবল ইনসুলিন রাস্তা করে দিয়েছেন যদিও সেই সময় পাকা রাস্তার প্রচলন ছিল না ।

চিলাউড়া মাঝপাড়া গ্রামের দুর্ভাগ্য উনার রাস্তা করার পরে আজ পর্যন্ত অনেক চেয়ারম্যান এসেছেন গেছেন কিন্তু কেউ এই রাস্তার মেরামত করে নতুন রাস্তা করার কোন উদ্যোগ নিতে পারেনি।

শুধু তাই নয় হারুন রশিদ সাহেব একজন সৎ ব্যক্তি উনার নিজের সম্পত্তির অনেক জায়গা জমিন গরিবদের কে দিয়েছেন থাকার জন্য তারা যুগ যুগ ধরে বসবাস করে আসছে।

 

হারুনুর রশিদ নির্বাচিত হলে আপনার লাভ কি:

হারুন রশিদ এমন একজন সৎ ব্যক্তি যিনি সব সময় গরীবদেরকে অধিক প্রাধান্য দিয়ে থাকেন যদি নির্বাচিত হন আপনাদের যেকোনো প্রয়োজনে সবসময় ওনাকে পাশে পাবেন।

উনি সব সময় বলেন নেতা তো সেই ব্যক্তি যিনি ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করেন এবং একজন চেয়ারম্যান হলো জনগণের সেবক যেকোনো সময় যেকোনো প্রয়োজনে কারো সাহায্য ছাড়াই সরাসরি উনার সাথে দেখা করতে পারবেন আপনার সমস্যার কথা বলতে পারবেন যেকোনো ধরনের আবদার থাকলে সরাসরি উনার সাথে কথা বলতে পারবেন কোন থার্ড পার্টি নেতার প্রয়োজন হবে না যদি উনি নির্বাচিত হন ।

 

এমন একজন সৎ ব্যক্তি ছাড়া আপনি আর কি বিকল্প খুঁজবেন।

দলের কথা তো সবসময় চিন্তা করলেন একবার নিজের উপজেলা ও নিজ ইউনিয়নের কথা চিন্তা করে হারানোর রশিদকে ভোট দিয়ে জয়যুক্ত করেন ইনশাআল্লাহ আপনি ও আপনার এলাকা উন্নয়নের ছোঁয়া পাবেই।

 

হারুনুর রশিদ সম্পর্কে সাধারণ জনগণের মত:

মাঠ পর্যায়ে জরিপ করে দেখেছি তারা বলছেন প্রত্যেক মানুষ দল মত নির্বিশেষে একজন সৎ ও আদর্শবান ব্যক্তিকে ভোট দিতে চায়।

আমরা অধিকাংশ মানুষের মুখে শুনেছি হারুন রশিদ ভাই অনেক সৎ এবং আদর্শবান এবং তার বিকল্প তার আর কাউকে খুজছেন না

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০১৮-২০২৪ চিলাউড়া.কম