গতকাল শুক্রবার জগন্নাথপুর বাজারের ব্যবসায়ী আওয়ামী লীগ সমর্থিত শ্যামল কান্ত গোপ ওই দুই নেতার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এদিকে শনিবার লিটন মিয়া বাদি হয়ে শ্যামল কান্ত গোপের বিরুদ্ধে মিথ্যা চাঁদাদাবি ও আওয়ামী লীগের অর্থ যোগানদাতা আখ্যায়িত করে থানায় লিখিত অভিযোগ করেন। ওই অভিযোগপত্র জগন্নাথপুর পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফারুক আহমেদ ও তাঁর ছোট ভাই পৌর সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম খেজরের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মানহানিকর অপ্রচারের অভিযাগ আনেন লিটন মিয়া।
অভিযুক্ত লিটন মিয়া মুঠোফোনে বলেন, আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। যার কোন প্রমাণ সে দেখাতে পারবে না। সে আওয়ামী লীগের অর্থ যোগানদাতা। ব্যবসার আড়ালে সে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নে ভূমিকা রাখছে। এক প্রশ্নের জবাবে লিটন মিয়া বলেন, সে আমাদের অনেক বাদ (অন্যায়) কাজ করতে বলেছিল। যা আমরা করিনি। তাই সে মিথ্যা অভিযোগ করেছে আর এ মিথ্যা অভিযোগ ফেসবুকে ছড়িয়ে আমাদের পরিবারের মানহানীসহ রাজনৈতিক দল জমিয়ত ও জামায়াতের সম্মানহানি করা হয়েছে।
চিলাউডা হলদিপুর ইউনিয়নের জামায়াতের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম করিম জানান, আমার বিরুদ্ধে আণিত অভিযোগ সর্ম্পূন অসত্য ও ভিত্তিহীন। এধরনের ঘটানোয় সঙ্গে আমরা কোনভাবে জড়িত নই।