গতকাল ১৪-মে রোজ বুধবার
চিলাউড়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠা কালীন শিক্ষক ও চিলাউড়া পন্ডিতা জামেয়া ইসলামিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম জনাব:আব্দুর রাজ্জাক ভূইয়া ও চিলাউড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মরহুম জনাব আব্দুল ওয়াহিদ স্যারের স্মৃতিচারণ উপলক্ষে।
চিলাউড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক ও বর্তমান ছাত্র- ছাত্রী উদ্দেগে
আয়োজন করা হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল।
আলোচনা সভায় ,চিলাউড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্র ও প্রথম ভি ,পি,মো :রুজেল মিয়ার পরিচালনায়
প্রধান শিক্ষক জনাব: এমদাদুলহক সাহেবের সভাপতিতে ,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫নং চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের জননন্দিত চেয়ারম্যান ও সাবেক সভাপতি জনাব, শাহিদুল ইসলাম বকুল সাহেব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
চিলাউড়া আলিম মাদ্রাসার অধ্যাক, মাওলানা কাজী তাজুল ইসলাম আলফাস সাহেব
নবগঠিত কমিটির সম্মানিত অভিবাবক সদস্য
জনাব আবুল কাহার মিয়া। সাবেক মেম্বার জনাব:জামাল মিয়া।
সাবেক মেম্বার জনাব: সাব্বির আহমদ।
চিলাউড়া বাজার ব্যবসায়ী জনাব:রফিকুল ইসলাম তাজ।
প্রাক্তন ছাত্র ও বাজার ব্যবসায়ী জনাব জাহাঙ্গীর আলম।
সামাজিক সংগঠন চিলাউড়া ব্রাদার্স স্পোর্টিং ক্লাবের সভাপতি ,এম এ মানিক শিক্ষক এ কে এম মুশিউর রহমান শিক্ষক আবদুল আহাদ সাহেব শিক্ষক শাহ্ জামাল শিক্ষক আবদুর রউফ শিক্ষক জহিরুল ইসলাম আর প্রমুখ
এ সময় পবিত্র কুরআন মাজিদ থেকে তেলাওয়াত করেন ও সাগতিক বক্তব্য রাখেন ,সাবেক শিক্ষাথি, আবু তাহের বক্তব্য রাখেন সাবেক ছাত্র ,রোমান আহমেদ সাবেক ছাত্র ,মিজানুর রহমান সাবেক ছাত্র ,তানিম আহমদ সাবেক ছাত্র , জাহিদ আলম সাবেক ছাত্র ,মেহেদি হাসান বর্তমান ছাত্র ,রাকিবুল হাছান।
বক্তব্য শেষে মিলাদ দোয়া মাহফিলের মাধ্যমে সরণ করা হয়,
বিদ্যালয়ের সাবেক সভাপতি মরহুম মো:মব্বশির মিয়া মরহুম ,হাজী,চাঁন মিয়া
ও সাবেক প্রধান শিক্ষক মরহুম সামাদ স্যারের জন্য ও সর্ব করি যাদের কথা না বললেই হয় না আর্থিক ভাবে অনুষ্ঠান সফল করার জন্য সাহায্য করেছেন ,
বিদ্যালয়ের সাবেক ছাত্র মো:আক্তার হোসাইন মো: ইমন মিয়া
সাকির মাহমুদ আমজাদ চৌধুরী মো:মেহেদী মো: মেহেদী হাসান সুয়ায়েল মো: হাবিবুর রহমান মো: সজীব উদ্দিন মো: তানিম আহমদ জাবিদ হাসান
উক্ত অনুষ্ঠানে তিনশত অধিক শিক্ষাথির সরব অংশ গহনের মধ্যে দিয়ে অনুষ্ঠানে পরিসমাপ্তি করা হয়।